দিরিপোর্ট২৪ পতিবেদক : বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৮৪ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সচিবালয় ঘিরে।

সচিবালয় ও এর আশেপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সচিবালয়ের বিভিন্ন পয়েন্টে গোয়েন্দা কর্মকর্তাদের তৎপর দেখা গেছে।

যোগাযোগ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয় ঘুরে কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক থাকার কারণে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ। এজন্য অভ্যর্থনা কক্ষ ও সচিবালয়ের ভেতরে চলাচলের স্থানগুলোতে কোলাহল নেই। লিফটগুলোর সামনে লোকজনের তেমন ভিড় নেই। কর্মকর্তারা কেউ অফিসে আসতে গাড়ি ব্যবহার করেননি। তাই সচিবালয়ের পার্কিং এর স্থানগুলো ফাঁকা পড়ে আছে।

নিরাপত্তার অংশ হিসেবে সচিবালয়ের সামনের ও পশ্চিম পাশে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে।

(দিরিপোর্ট২৪/আরএমএম/এমসি/নভেম্বর ১১, ২০১৩)