দ্য রিপোর্ট প্রতিবেদক: দারাজের সৌজন্যে ক্রিকফ্রেঞ্জিকে লম্বা সাক্ষাৎকার দিয়ে অনেক অপ্রিয় কথা বলেছেন সাকিব।টেস্ট খেলতে চান না বলে শ্রীলংকা সফর থেকে বিরত থেকেছেন বলে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান যে ব্যাখ্যা দিয়েছেন, তা ভুল।

চিঠিটা পুরোপুরি না পড়ে এ ধরনের ভুল বাখ্যা দিয়েছেন আকরাম খান, পাল্টা এই অভিযোগ তুলেছেন সাকিব।

শনিবার এই লম্বা ইন্টারভিউতে সাকিব বলেছেন-'শুধু কথা হচ্ছে আমি টেস্ট খেলতে চাই না। আমি নিশ্চিত বিসিবিকে আমি যখন চিঠি দিয়েছি, যারাই বলছে যে আমি টেস্ট খেলতে চাই না বা টেস্ট খেলব না, তারা চিঠিটা পড়েনি। এটা হচ্ছে একদম বড় কথা। আমি আমার চিঠিতে কোথাও উল্লেখ করিনি যে আমি টেস্ট খেলতে চাই না। আমি শুধু উল্লেখ করেছি, আমি বিশ্বকাপ প্রস্তুতির জন্য এই সময়টাতে আইপিএল খেলতে চাই। শুধু এইটুকুই বলেছি। আকরাম ভাই বার বার বলেছেন, আমি খেলতে চাই না। আমার ধারণা উনি চিঠিটি পড়েনি। আমি পাপন ভাইকে (বিসিবি সভাপতি নাজমুল হাসান) ধন্যবাদ দিতে চাই, উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। খেলোয়াড়দের এই স্বাধীনতা দেওয়া উচিত। বোর্ড কিংবা বোর্ড প্রধান যদি কোনো ক্রিকেটারকে এভাবে সাহায্য করে, তাহলে ক্রিকেটারের আত্মবিশ্বাস বেড়ে যায়। পরে ক্রিকেটারদের জাতীয় দলের প্রতি দায়বদ্ধতাও বেড়ে যায়। সেদিক থেকে পাপন ভাইকে ধন্যবাদ দিতে চাই।'

সাকিবের এই পাল্টা জবাব বিসিবিকে ভাবিয়ে তুলেছে। সব ধরনের ক্রিকেটে নিষেধাজ্ঞাদেশ থেকে মুক্তির ৫ মাসের মধ্যে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানকে নিয়ে এমন মন্তব্য ক্ষুদ্ধ করেছে বিসিবিকে। রবিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপির বাসায় সাকিব ইস্যুতে বসেছেন গ্রাউন্ডস কমটির চেয়ারম্যান মাহবুব আনাম, ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান, হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয় ও সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

৩ কোটি ২০ লাখ রূপীতে কোলকাতা নাইট রাইডার্সে বিক্রি হয়েছেন সাকিব। আর ক'দিন পর শুরু আইপিএল। নিউজিল্যান্ড এবং শ্রীলংকা সফর থেকে বিরত থাকা সাকিবকে আইপিএল খেলতে হলে নিতে হবে বিসিবি থেকে অনাপত্তিপত্র।সেই অনাপত্তিপত্র পুনর্বিবেচনা করছে বিসিবি।

বিসিবি সভাপতির সঙ্গে কথা বলে গণমাধ্যমকে এ কথা শুনিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান- 'সাকিবের ইন্টারভিউ এখনও পুরোপুরি দেখিনি। যেখানে অনেক কথার মধ্যে একটা ছিল, ও চিঠি দিয়েছে, আমি নাকি সেই চিঠি পড়িনি। ও টেস্ট খেলতে চাচ্ছে, ওর কথায় বোঝা গেছে। তাহলে কাল-পরশু বোর্ডের সবার সঙ্গে কথা বলে (আইপিএলের) এনওসি (অনাপত্তিপত্র) নিয়ে চিন্তা করব। সাকিব যদি টেস্ট খেলতে চায়, তাহলে শ্রীলঙ্কা গিয়ে টেস্ট খেলবে। আর বাকি যেটা আছে, সে ব্যাপারে কী করা যায়, সে সিদ্ধান্ত নিবে বোর্ড। আমার তো শুধু সাকিবকে নিয়ে দায়িত্ব না, আমার দায়িত্ব পুরো বাংলাদেশ দলকে নিয়ে। আমি তো এত বড় একটা দায়িত্বে অনেকদিন ধরেই আছি। আমরা তো শ্রীলঙ্কা যাচ্ছি দুইটা টেস্ট খেলতে। ওখানে আমাদের ওয়ানডে, টি-টোয়েন্টি নাই। তাহলে তো সে ওটার জন্যই ছুটি চেয়েছে। এখন সে টেস্ট খেলতে চায়, তাহলে খেলবে। আমরা তাহলে ওর এনওসির ব্যাপার নিয়ে চিন্তা করব।'

(দ্য রিপোর্ট/আরজেড/২২মার্চ, ২০২১)