দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকুল্লাহ খান আর নেই
দ্য রিপোর্ট প্রতিবেদক: দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আতিকুল্লাহ খান মাসুদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে শ্বাসকষ্ট শুরু হলে এভারকেয়ার হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ওই হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, বাসায় অসুস্থ হওয়ার পর আতিকউল্লাহকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। এর আগে পথেই তার মৃত্যু হয়।
জনকণ্ঠের প্রধান প্রতিবেদক ও ডেপুটি এডিটর ওবায়দুল কবির সাংবাদিকদের জানান, ভোর সাড়ে ৫টার দিকে তিনি বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
আতিকুল্লাহ খান মাসুদের সম্পাদনায় ১৯৯৩ সালে প্রকাশিত হয় দৈনিক জনকণ্ঠ। এই দৈনিকটি সর্বপ্রথম দেশের কয়েকটি স্থান থেকে একযোগে ছাপা শুরু করে সংবাদপত্র জগতে আলোড়ন তোলে।
(দ্য রিপোর্ট/আরজেড/২২মার্চ, ২০২১)