মতিঝিলে আদমজী কোর্ট ভবনের আগুন নিয়ন্ত্রণে

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর মতিঝিলে আদমজী কোর্ট ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১৩টি ইউনিটের চেষ্টায় সোমবার (২২ মার্চ) বিকেল ৩টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দফতরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন আগুন নিয়ন্ত্রণের তথ্য সংবাদ সম্মেলন করে নিশ্চিত করেছেন।
এর আগে দুপুর ১টা ৩৫ মিনিটে মতিঝিলের ওই ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এদিকে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ার পরপরই ওই ভবন থেকে অনেককে হুড়োহুড়ি করে বের হয়ে রাস্তায় অবস্থান নিতে দেখা যায়। এছাড়াও আশপাশের ভবনের মানুষজনও নিরাপদে অবস্থান নেন। ডিএমপি মতিঝিল বিভাগের এডিসি এনামুল হক ঢাকা পোস্টকে জানান, ভবনে থাকা লোকজনকে নিরাপদে নিচে নামানো হয়েছে।
(দ্য রিপোর্ট/আরজেড/২২মার্চ, ২০২১)