'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'
দ্য রিপোর্ট প্রতিবেদক: মুজিববর্ষে বাংলাদেশের সঙ্গে নেপালের সম্পর্ক আরো দৃঢ় হবে; বললেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী। আজ সোমবার বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানের বক্তবে এ কথা বলেন তিনি।
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে দুইদিনের সফরে ঢাকায় নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী। আজ সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি।
তিনি বলেন, শিক্ষা, সংস্কৃতি ও পর্যটনখাতে অনেক কাজ করার রয়েছে৷ নেপালের জলবিদ্যুৎ ও বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস নিয়ে অনেক সম্ভাবনা রয়েছে৷
নেপালের রাষ্ট্রপতি বলেন, "শুধু আকাশপথ নয় বাংলাদেশের সঙ্গে সড়ক ও রেল পথেও গতিশীল যোগাযোগ ব্যবস্থা গড়র উঠবে৷ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দুদেশকে একসাথে তথ্য বিনিময় করতে হবে৷ শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ সমৃদ্ধ হবে৷"
দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করে বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নেন বিদ্যাদেবী। এর পরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাত ও নৈশভোজে অংশ নেবেন তিনি।
নেপালের রাষ্ট্রপতির এই সফরে দুই দেশের মধ্যে পর্যটন, সাংস্কৃতিক বিনিময় ও কৃষি খাতে সহযোগিতার ৪টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
সকাল ১০টায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। দেয়া হয় লালগালিচা সংবর্ধনা। গার্ড অব অনার জানায় সেনা, নৌ ও বিমান বাহিনীর চৌকস দল।
(দ্য রিপোর্ট/আরজেড/২২মার্চ, ২০২১)