দ্য রিপোর্ট প্রতিবেদক: শুরুতে সাবধানী খেললেন অধিনায়ক তামিম, মাঝে তাকে সঙ্গ দিলেন সৌম্য সরকার ও মুশফিকুর রহিম। আর শেষে প্রায় একাই ঝড়ো ব্যাটিং করলেন মোহাম্মদ মিঠুন, খেললেন ক্যারিয়ার সেরা ইনিংস। অধিনায়ক তামিমের পঞ্চাশতম পঞ্চাশের পর মিঠুনের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ পেয়েছে ৭ উইকেটে ২৭১ রানের সংগ্রহ।

ডানেডিনে সিরিজের প্রথম ওয়ানডেতে ট্রেন্ট বোল্টের তোপে পড়ে মাত্র ১৩১ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। আজ ক্রাইস্টচার্চে দ্বিতীয় ম্যাচে তাকে সামলে নিয়েছে বাংলাদেশ। ফলে এসেছে আগের ম্যাচের প্রায় দ্বিগুণ দলীয় সংগ্রহ। ডানহাতি পেস বোলিংয়ে ভয় ঢোকালেও খুব বেশি সমস্যা করতে পারেননি ম্যাট হেনরি।

তামিমের এনে দেয়া শুরুর পর মিঠুনের ফিনিশিংয়েই ক্রাইস্টচার্চের মাঠে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। এ ছাড়া নিউজিল্যান্ডের যে কোনো বাংলাদেশের এটি দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। আগের সর্বোচ্চ ছিল ২০১৫ বিশ্বকাপে করা ২৮৮ রান। আজ ২৭১ রান করার পথে বড় অবদান মিঠুনের ৫৭ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংসের।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩মার্চ, ২০২১)