বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নেপালের রাষ্ট্রপতির শ্রদ্ধা
দ্য রিপোর্ট প্রতিবেদক: ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী।
আজ মঙ্গলবার বেলা ১১টায় জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন তিনি। পরে পরিদর্শন বইয়ে সই করেন তিনি। দুপুর আড়াইটায় নেপালের দূতাবাসে যাবেন তিনি। এর পর বিকাল ৩টা ৪০ মিনিটে বিশেষ বিমানে নিজ দেশের উদ্দেশে রওনা দেবেন।
এর আগে সোমবার রাতে বঙ্গভবনে বাংলাদেশ ও নেপালের মধ্যে পর্যটন, স্যানিটেশন, সংস্কৃতিসহ চারটি সমঝোতা স্মারক সই হয়। এ সময় দুদেশের আর্থ, সামাজিক উন্নয়নে পরস্পরকে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন দুদেশের রাষ্ট্রপতি। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠান উপভোগ করেন নেপালের রাষ্ট্রপতি।
(দ্য রিপোর্ট/আরজেড/২৩মার্চ, ২০২১)