দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ উদযাপন করছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। জাতীয় প্যারেড গ্রাউন্ডে ৮ম দিনে আজকের অনুষ্ঠানের প্রতিপাদ্য 'শান্তি, মুক্তি ও মানবতার অগ্রদূত'।

জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। এছাড়া পোপ ফ্রান্সিস এর ভিডিও বার্তা প্রচার করা হবে।

আলোচনা পর্বে ভূটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং বক্তব্য প্রদান করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা পর্বের সমাপ্তি হবে।

সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে বন্ধু রাষ্ট্র ভূটানের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা, 'মুজিব চিরন্তন' প্রতিপাদ্যের ওপর টাইটেল এ্যানিমেশন ভিডিও, রবীন্দ্র সংগীত, বিশেষ নৃত্যানুষ্ঠান, কনসার্ট ফর বাংলাদেশ-১৯৭১ এর ১লা আগস্টের অনুষ্ঠানের চুম্বক অংশ, দেশি শিল্পীদের পরিবেশনা এবং সকল শিল্পীদের সমবেত কণ্ঠে জর্জ হ্যারিসনের বাংলাদেশ পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৪মার্চ, ২০২১)