পাঁচ দশকে বাংলাদেশের অগ্রগতি প্রশংসার দাবিদার: সোনিয়া গান্ধী

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী বলেছেন, পাঁচ দশকে বাংলাদেশের অগ্রগতি প্রশংসার দাবিদার।
বুধবার (২৪ মার্চ) বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অষ্টম দিনের অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এবং স্বাগত বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, অতিথি হিসাবে ভূটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং বক্তব্য রাখেন।
(দ্য রিপোর্ট/আরজেড/২৪মার্চ, ২০২১)