দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলা গানের যুবরাজ খ্যাত দেশ বরেণ্য সঙ্গীতশিল্পী আসিফ আকবরের জন্মদিন আজ ২৫ মার্চ। তবে বিগত বছরগুলোর মতোই জন্মদিনে কোনো আয়োজন থাকছেন না।

কারণ ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ ঘোষণার পর থেকেই তিনি নিজের জন্মদিন পালন না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। জনপ্রিয় এই শিল্পীর জন্ম ১৯৭২ সালের ২৫ মার্চ।

তবে প্রিয় শিল্পীর জন্মদিনে সোশ্যাল মিডিয়া জুড়ে গতরাত থেকেই তার গুণ গানে ব্যস্ত ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। ফেসবুকে শুভেচ্ছা বন্যায় ভাসাচ্ছেন তারা।

এ ব্যাপারে আসিফ আকবর বলেন, জন্মদিন মানে জীবন থেকে আরও একটি বছর চলে যাওয়া। জন্মদিনে নিজে থেকে কোনো আয়োজন করি না আমি। তবুও আমার পাগল ফ্যানরা দেশ-বিদেশে নিজেদের মতো করে কেক কাটে। গতরাত থেকে মুঠোফোন ও সোশ্যাল মিডিয়ায় আমাকে শুভেচ্ছা জানাচ্ছেন প্রিয়জনরা।

তিনি আরও বলেন, এই ভালোবাসার আসলে কোনো নাম হয় না। রঙ নেই। অমূল্য ভালোবাসা। সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের এই ভালোবাসার প্রতিদান হয় না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। করোনার প্রভাব বাড়ছে সাবধানে চলাচল করুন। ভালোবাসা অবিরাম।

(দ্য রিপোর্ট/আরজেড/২৫ মার্চ, ২০২১)