দ্য রিপোর্ট ডেস্ক: তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হয়েছে বাংলাদেশের হতাশার গল্প লিখে। একটা ম্যাচও জিততে না পেরে কিউইদের কাছে ষষ্ঠবারের মতো হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। তবে চিত্রটা উলটো বাংলাদেশের মাটিতে। কিউইরাও হোয়াইটওয়াশের লজ্জা পায় বাংলাদেশের কাছে।

ওয়েলিংটনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ, এবার দেশের পথ ধরবেন অধিনায়ক তামিম ইকবাল। আগেই বলে রেখেছিলেন তামিম, টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না।

কিউইদের তাদের মাটিতে কোনো ফরম্যাটেই হারাতে না পারা বাংলাদেশের নয়া অধিনায়ক তামিম অনেক আশা নিয়ে সফলতার গল্প লিখতে গিয়ে ব্যথিত হয়েই ফিরছেন।

নিউজিল্যান্ডের পেস আর বাউন্সি উইকেটে পাত্তাই পায়নি টাইগার ব্যাটসম্যানরা। যদিও ম্যাচের আগে আগের দুই ম্যাচের তিক্ত অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে তামিম বলে রাখেন, বাংলাদেশে এসে স্পিন উইকেটে খেলার জন্য।

‘আমরা এখানে শুধু ওয়ানডে নয়, টেস্টও খেলেছি। আমি চাই নিউজিল্যান্ড দল বাংলাদেশে আসুক, আমাদের স্পিন উইকেটে খেলুক।’

ম্যাচ শেষে তামিম স্বীকার করেছেন, নিজেদের ব্যর্থতার কথা। ব্যাটিং ভালো হলে ৩০০ রান তাড়া করেও জেতা সম্ভব ছিল।

‘এখানে যে দলই আসুক, ৩০০ রান তাড়া করা সম্ভব তবে আমরা যেভাবে ব্যাটিং করেছি সেটা মোটেও ঠিক ছিল না। আমরা ভালো ক্রিকেট খেলিনি।’

(দ্য রিপোর্ট/আরজেড/২৬ মার্চ, ২০২১)