স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী
দ্য রিপোর্ট প্রতিবেদক: জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজকের সাংস্কৃতিক পর্বে থাকছে বন্ধুরাষ্ট্র ভারতের শাস্ত্রীয় সংগীতজ্ঞ পণ্ডিত অজয় চক্রবর্তীর পরিবেশনায় বঙ্গবন্ধুকে উৎসর্গ করে নবনির্মিত রাগ 'মৈত্রি' পরিবেশনা, 'পিতা দিয়েছে স্বাধীন স্বদেশ, কন্যা দিয়েছে আলো' শীর্ষক থিমেটিক কোরিওগ্রাফি, 'বিন্দু থেকে সিন্ধু' শীর্ষক তিনটি কালজয়ী গান, ঢাক-ঢোলের সমবেত বাদ্য ও কোরিওগ্রাফি সহযোগে 'বাংলাদেশের গর্জন: আজ শুনুক পুরো বিশ্ব' এবং সবশেষে ফায়ার ওয়ার্কস ও লেজার শো'র মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে দু'দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার (২৬ মার্চ) সকালে সাড়ে দশটার দিকে নরেন্দ্র মোদীকে বহনকারী বিশেষ বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। করোনা মহামারি শুরুর পর এটিই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম বিদেশ সফর।
বিমানবন্দর থেকে বীর শহিদদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে যান মোদী। মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষেশ হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে যাবেন নরেন্দ্র মোদী। সেখানে বিকেল সাড়ে তিনটার দিকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন।
পরে, বিকেল ৪টা ২০ মিনিটে সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দেন মোদী। সেখান থেকে সন্ধ্যা ৬টার দিকে যাবেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সেখানে বঙ্গবন্ধু জাদুঘরের উদ্বোধন করবেন তিনি। এরপর প্রধানমন্ত্রীর আমন্ত্রণে নৈশভোজে অংশ নেবেন মোদী।
(দ্য রিপোর্ট/আরজেড/২৬ মার্চ, ২০২১)