সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দিরে মোদি
দ্য রিপোর্ট প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগরে যশোরেশ্বরী মন্দির পরিদর্শন ও পূজা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিমান বাহিনীর হেলিকপ্টারে করে আজ শনিবার সকাল পৌনে ১০টার পর শ্যামনগরে পৌঁছন নরেন্দ্র মোদি। শ্যামনগর এ. সোবাহান মাধ্যমিক বিদ্যালয় মাঠে বানানো হ্যালিপ্যাডে নেমে সড়কপথে তিনি পৌঁছান ঈশ্বরীপুর যশোরেশ্বরী কালী মন্দিরে।
সেখানে তিনি প্রার্থনায় অংশ নেন এবং মন্দিরের সেবকদের সঙ্গে কথা বলেন। সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে সাড়ে ১০টার পর পরই তিনি যশোরেশ্বরী কালীমন্দির ত্যাগ করেন।
মন্দির চত্বরে শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ঢাকের বাদ্যে স্বাগত জানানো হয় ভারতের প্রধানমন্ত্রীকে। পরে মন্দিরে পূজো দেন মোদি। সেখানে তিনি প্রার্থনা করেন এবং মন্দিরের প্রতিমা এবং গর্ভগৃহ প্রদক্ষিণ করেন।
যশোরেশ্বরী কালী মন্দির হিন্দুদের একটি অতি প্রাচীন পবিত্র স্থান। সেখানে হিন্দু ধর্মের শক্তির দেবী সতীর দেহাবশেষের একটি অংশ পড়েছিল বলে বিশ্বাস করা হয়।
এদিকে নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। যশোরেশ্বরী কালীমন্দিরের ৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বিপুলসংখ্যক পোশাকধারী পুলিশসহ দৃশ্যমান তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে দুই দিনের সফরে ঢাকায় অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরের দ্বিতীয় দিন শনিবার তিনি সাতক্ষীরার শ্যামনগর ছাড়াও বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন। বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন নরেন্দ্র মোদি। টুঙ্গিপাড়ায় পৌঁছার আগেই সেখানে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনিই ভারতের প্রধানমন্ত্রীকে সেখানে স্বাগত জানাবেন।
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সমাধিসৌধ কমপ্লেক্সে নরেন্দ্র মোদি একটি গাছের চারা রোপণ করবেন বলে জানা গেছে। এর পর সেখান থেকে তিনি যাবেন কাশিয়ানীর ওড়াকান্দিতে। সেখানে তিনি হরিচাঁদ ঠাকুরের বাড়িতে শ্রী শ্রী হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা-অর্চনা করবেন। পরে তিনি মতুয়া প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। এর পর আবার ঢাকায় ফিরে আসবেন মোদি।
(দ্য রিপোর্ট/আরজেড/২৭ মার্চ, ২০২১)