দ্য রিপোর্ট প্রতিবেদক: সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) আগের সপ্তাহের চেয়ে দশমিক ৪৭ পয়েন্ট কমেছে।(ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

 

আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১৬দশমিক ৯০পয়েন্ট।আলোচ্য সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৬দশমিক ৪৩পয়েন্টে।অর্থ্যাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিওদশমিক ৪৭পয়েন্ট বা ১৬ দশমিক ৯০শতাংশ কমেছে।

খাতভিত্তিক হিসেবে পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৮.১ পয়েন্টে, সিমেন্ট খাতে১৯.৪ পয়েন্টে, সিরামিক খাতে ৪৮.৮ পয়েন্টে, প্রকৌশল খাতে ২১পয়েন্টে, আর্থিক খাতে ১৯.৮পয়েন্টে, খাদ্য ও আনুষাঙ্গিক খাতে ২৭.৮পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১১.৪ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১৬.২ পয়েন্টে, তথ্য ও প্রযুক্তি খাতে১৯.৯ পয়েন্টে, পাট খাতে পিই রেশিও এক হাজার ৫৫৮ পয়েন্টে, বিবিধ খাতে ২৪.৭পয়েন্টে, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.৮ পয়েন্ট, পেপার ‍ও প্রিন্টিং খাতে ৪৩দশমিক ৮ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১৭.১পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ১৬ পয়েন্টে, ট্যানারী খাতের ৬৩.৪পয়েন্টে, টেলিকমিউনেকেশন খাতে ১৭.৭পয়েন্টে, বস্ত্র খাতের ১৯.১ পয়েন্টে এবং ভ্রমণ ও অবকাশ খাতে ৯৮.৩পয়েন্টে অবস্থান করছে।

দ্য রিপোর্ট/এএস/২৭মার্চ২০২১