আশরাফুল করোনা পজিটিভ
দ্য রিপোর্ট প্রতিবেদক: জাতীয় ক্রিকেট লিগ শুরুর আগেই করোনাভাইরাস শনাক্ত হয়েছিল সাদমান ইসলামের শরীরে। দ্বিতীয় পরীক্ষাতেও করোনামুক্ত হতে পারেননি বাংলাদেশ জাতীয় দলের ওপেনার। নতুন করে পজিটিভ হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
দুইবার পরীক্ষা দিয়ে দুইবারই করোনা পজিটিভ হয়েছেন সাদমান। নিজ বাসায় আইসোশলেনে আছেন তিনি। আক্রান্ত আশরাফুল ঢাকার একটি হোটেলে আইসোলেশনে আছেন। দ্বিতীয় পরীক্ষার রিপোর্ট পাবেন রাত ৯টায়। তাতে নেগেটিভ আসলে খেলতে যাবেন তিনি। তিনি বলেছেন, ‘কাল টেস্ট করানো হয়েছিল। পজিটিভ এসেছিল। আমার কোনও উপসর্গ ছিল না। ভালো আছি। দ্বিতীয়বার পরীক্ষা করানো হয়েছে, রিপোর্ট পাইনি। এই পরীক্ষায় নেগেটিভ আসলে কাল যাবো।’
জাতীয় লিগের প্রথম রাউন্ডে করোনায় আক্রান্ত হওয়া ইবাদত হোসেন দ্বিতীয়বার পরীক্ষা করালেও রিপোর্ট হাতে পাননি। এজন্য সোমবার (২৯ মার্চ) থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় রাউন্ডে খেলা হচ্ছে না তার। একই সঙ্গে সাদমানও এ রাউন্ডেও দর্শক। আশরাফুলেরও খেলার সুযোগ নেই।
(দ্য রিপোর্ট/আরজেড/২৮ মার্চ, ২০২১)