১১ এপ্রিলের ইউপি ও পৌর ভোট না নেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত ১ এপ্রিল

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাসের ঊর্ধ্বগতির কারণে আসছে ১১ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন না করার চূড়ান্ত সিদ্ধান্ত ১ এপ্রিল নিবে নির্বাচন কমিশন (ইসি)।
আজ সোমবার (২৯ মার্চ) বিকেলে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
ইসি সূত্রে জানা যায়, এটা হয়তো নীতিগত সিদ্ধান্ত। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আসছে ১ এপ্রিল নেয়া হবে।
উল্লেখ্য, ১১ এপ্রিল ৩৭১টি ইউনিয়ন পরিষদে ভোট হওয়ার কথা রয়েছে। পাশাপাশি এ দিন ১১টি পৌরসভায়ও ভোটগ্রহণের দিন ধার্য আছে।
(দ্য রিপোর্ট/আরজেড/২৯ মার্চ, ২০২১)