দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বে পরিবর্তন
দ্য রিপোর্ট ডেস্ক: আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ। মঙ্গলবার এক বিবৃতিতে নতুন অধিনায়কের নাম ঘোষণা করে ফ্র্যাঞ্চাইজিটি। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে কাঁধে চোট পান শ্রেয়াস। যে চোট তাকে শুধু আইপিএল নয়, আগামী পাঁচ মাসের জন্য ঠেলে দিয়েছে মাঠের বাইরে।
মঙ্গলবার দলটির সভাপতি কিরণ কুমার গ্রান্ধি বলেন, ‘‘শ্রেয়াসের নেতৃত্বে দিল্লি ক্যাপিটালস নতুন একটা উচ্চতায় উঠেছিল। ওকে আমারা মিস করব। ওর বদলে দলকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ। নতুন অধিনায়কের সাফল্য কামনা করি। শ্রেয়াসও দ্রুত সুস্থ হয়ে মাঠে ফেরার অপেক্ষায় আছি আমরা।’’
নেতৃত্ব পেয়ে দারুণ খুশি পন্থ। বলেন, ‘‘আজ থেকে ছয় বছর আগে এই দিল্লির হয়েই আইপিএলে খেলা শুরু করেছিলাম। আমিও স্বপ্ন দেখতাম এক সময় দলকে নেতৃত্ব দেয়ার। সেই সুযোগ এসেছে। এখন আমি সেরাটা দিয়ে এই দলকে সফলতা এনে দেওয়ার চেষ্টা করব।’’
চোটের কারণে এবারের আইপিএল খেলা না হলেও সতীর্থের শুভেচ্ছা জানিয়েছেন শ্রেয়াস।
‘‘চোট গুরুতর হওয়ায় এবার আমি খেলতে পারছি না। তবে পন্থ দারুণ ভাবে সামলাবে আশা করি। আমি মনে করি এই সময়ে ও সেরা অধিনায়ক। আমার শুভ কামনা থাকবে সবার জন্য। আমি মিস করব সবাইকে।’’
(দ্য রিপোর্ট/আরজেড/৩১ মার্চ, ২০২১)