টিকা নিয়েও করোনায় আক্রান্ত হলেন স্বাস্থ্য সেবা সচিব
দ্য রিপোর্ট প্রতিবেদক: স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল তার কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।
এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকও করোনায় আক্রান্ত হয়েছিলেন। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান এর আগে করোনার প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছিলেন। কিন্তু এই ভ্যাকসিন নেয়ার পরেও তিনি করোনায় আক্রান্ত হলেন।
উল্লেখ্য, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নানের ছোট ছেলে কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। ধারনা করা হচ্ছে সেখান থেকে তিনি করোনায় সংক্রমিত হন।
এ বিষয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি ভালোই আছেন এবং চিকিৎসকদের পরামর্শ নিচ্ছেন। তার উপসর্গ থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।
(দ্য রিপোর্ট/আরজেড/৩১ মার্চ, ২০২১)