দ্য রিপোর্ট প্রতিবেদক: চট্টগ্রামের রাউজান উপজেলার দমদমা নামক স্থানে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার (৩০ মার্চ) রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাঙ্গুনিয়া সরফভাটা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মো. আবুল কালামের ছেলে মো. শাহাজাহান (৩৩), নোয়াখালী জেলার হাতিয়া থানার চরফকিরা গ্রামের মৃত দেলু মাঝির ছেলে মো. সিরাজ (৫৫) ও নগরীর মোহরার মৃত শাহ আলমের ছেলে মোরশেদ (৪০)। আরেকজনের পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয় একজন বলেন, বাড়ির পাশে সড়কে শব্দ শুনে বের হয়ে দেখি রাস্তার ওপর দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশার ভিতর ২ জন ও সড়কের ওপর ২ জনের মরদেহ। এরই পাশে বালুবাহী ট্রাক। দুর্ঘটনাটি দেখার সঙ্গে সঙ্গে পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানাই।

এই ঘটনার বিষয়ে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক হুমায়ুন কবির জানান, উদ্ধার কাজ সম্পন্ন করেছি। নিহত ৪ জনের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। মরদেহগুলো ময়নাতদন্তে জন্য পাঠানো হবে। গাড়ি দুটো জব্দ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/৩১ মার্চ, ২০২১)