দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গে চলছে ভোটগ্রহণ; জমজমাট লড়াই
দ্য রিপোর্ট ডেস্ক: আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ৩০টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে ৪ জেলার ৩০ আসনে। মোট প্রার্থী-১৭১ জন। আসনগুলো হল: পশ্চিম মেদিনীপুরে (৯), পূর্ব মেদিনীপুরে (৯), বাঁকুড়ায় (৮) ও দক্ষিণ ২৪ পরগণায় (৪)।
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই আসনে তৃতীয় স্থানে থাকা বিজেপি ২০১৯-এর লোকসভা ফলের নিরিখে দ্বিতীয় হয়ে যায়। আর এবার তৃণমূলের প্রধান প্রতিপক্ষ বিজেপি। প্রার্থী সে দিন তৃণমূলে থাকা শুভেন্দু অধিকারী। উল্টো দিকে তৃণমূলের ভোট-কাণ্ডারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার যে ৩০ আসনে নির্বাচন, ২০১৬ সালে তার মধ্যে মাত্র ১টি আসনে জয় পায় বিজেপি। দিলীপ ঘোষের হাত ধরে খড়্গপুর সদর কেন্দ্রটি হাতে আসে তাদের। সেই তুলনায়, তৃণমূলের হাতে ছিল ২১টি আসন—দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, নন্দীগ্রাম, চণ্ডীপুর, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর, বাঁকুড়ার তালড্যাংরা, ওন্দা, কোতুলপুর, ইন্দাস। পূর্ব মেদিনীপুরের তমলুক,পাঁশকুড়া পূর্ব, হলদিয়া, বাঁকুড়ার বরজোড়া এবং সোনামুখী আসন ৫টি ওঠে সিপিএম-এর হাতে। কংগ্রেস জয় পায় পশ্চিম মেদিনীপুরের সবং, বাঁকুড়ার বিষ্ণুপুর এবং বাঁকুড়া—এই ৩টি আসনে।
এদিকে, গতরাত থেকেই সহিংসতার খবর পাওয়া যাচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন রয়েছে নিরাপত্তাবাহিনীর সদস্যরা। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মঙ্গলবার সন্ধে সাড়ে ছ`টার পর থেকেই গোটা নন্দীগ্রাম জুড়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা।
এরআগে গেল ২৭ মার্চ প্রথম দফায় ৩০টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন জানায় প্রথম দফায় ৮৫ শতাংশ ভোট পড়ে। তবে করোনা পরিস্থিতির কারণে মানতে হচ্ছে বাড়তি সতর্কতা।
(দ্য রিপোর্ট/আরজেড/০১ এপ্রিল, ২০২১)