হেফাজতের বিক্ষোভ: চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক বন্ধ
দ্য রিপোর্ট প্রতিবেদক: জুমার নামাজের পর হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের বিক্ষোভের কারণে নিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক করে দেয়া হয়েছে।
শুক্রবার দুপুর দেড়টার দিকে মহাসড়কের হাটহাজারী বাজার কাচারি রোডের মুখে পুলিশ ব্যারিকেড দেয়। ফলে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ঘটনাস্থলে থেকে হাটহাজারী মডেল থানার এসআই আলমগীর হোসেন বলেন, ‘জুমার নামাজের হাটহাজারী মাদ্রাসার সামনে ডাকবাংলোতে হেফাজতের বিক্ষোভ সমাবেশ করার কথা রয়েছে। নিরাপত্তার স্বার্থে তাই সড়কটি বন্ধ করে দেয়া হয়েছে। পরিস্থিত স্বাভাবিক হলে সড়ক যান চলাচল চালু করা হবে।’
এদিকে, হেফাজতের বিক্ষোভ কর্মসূচিতে অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা এড়াতে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
আজ শুক্রবার (২ এপ্রিল) জুমার নামাজের আগে বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
(দ্য রিপোর্ট/আরজেড/০২ এপ্রিল, ২০২১)