বাংলাদেশ থেকে ভ্রমণে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
দ্য রিপোর্ট ডেস্ক:বাংলাদেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট আজ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।এতে বলা হয় যুক্তরাজ্যকে রক্ষা করতে বাংলাদেশ, ফিলিপাইন, পাকিস্তান, কেনিয়াকে লাল তালিকা ভুক্ত করা হয়েছে। তবে ব্রিটিশ, আইরিশ ও যাদের যুক্তরাজ্যে থাকার অনুমতি রয়েছে তারা বাংলাদেশ থেকে যেতে পারবেন।
সেক্ষেত্রে তাদের দেশটির সরকার নির্ধারিত হোটেলে ১০ দিন আইসোলেশনে থাকতে হবে। ৯ই এপ্রিল ভোর ৪টা থেকে এ আদেশ কার্যকর হবে।
এর আগে বাংলাদেশ ৩রা এপ্রিল থেকে যুক্তরাজ্য বাদে ইউরোপের দেশগুলো থেকে যাত্রী পরিবহণে নিষেধাজ্ঞা দিয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
(দ্য রিপোর্ট/আরজেড/০২ এপ্রিল, ২০২১)