ব্যাংক লেনদেনের বিষয়ে সিদ্ধান্ত কাল
দ্য রিপোর্ট প্রতিবেদক: লকডাউনের মধ্যে ব্যাংকের কার্যক্রম নিয়ে আগামীকাল (রোববার) সিদ্ধান্ত নেওয়া হবে। শনিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, সরকার সোমবার থেকে ৭ দিনের লকডাউন ঘোষণা করেছে। ব্যাংকে লেনদেনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একদিন সময় আছে। ফলে লকডাউনে কীভাবে ব্যাংকের কার্যক্রম চলবে, সে বিষয়ে রোববার কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত জানাবে।
এদিকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২৯ মার্চ সরকার ১৮ দফা নির্দেশনা জারি করেছিল। সরকার ঘোষিত বেশ কয়েকটি নির্দেশনা যথাযথভাবে পরিপালন করতে দেশে কার্যরত ব্যাংকগুলোকে নির্দেশ দিয়ে গত ৩১ মার্চ প্রজ্ঞাপন জারি করেছিল কেন্দ্রীয় ব্যাংক।
উল্লেখ্য, গত বছর করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি চলাকালে দেশের তফসিলি ব্যাংকগুলো সীমিত আকারে লেনদেন চালু রেখেছিল। ওই সময় ব্যাংকে লেনদেন করা যেত সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ব্যাংকগুলো বিকেল ৩টা পর্যন্ত খোলা ছিল।
(দ্য রিপোর্ট/আরজেড/০৩ এপ্রিল, ২০২১)