চট্টগ্রামে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত নেতা আটক
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের লোহাগাড়ায় এক নার্সকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবুল কালাম আজাদ নামে এক জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের লোহাগাড়া আধুনিক ম্যাটার্নিটি হাসপাতালের নিচে অবস্থিত নিজ ওষুধের দোকান থেকে তাকে আটক করা হয়।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই সোহরাওয়ার্দী জানান, দীর্ঘদিন ধরেই আধুনিক ম্যাটার্নিটি হাসপাতালের এক নার্সকে উত্ত্যক্ত করে আসছিলেন আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হাসপাতালে একা পেয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালান আবুল কালাম। এ অভিযোগ পেয়ে পুলিশ আবুল কালাম আজাদকে আটক করে। আজাদ উপজেলা জামায়াতের রুকন বলে জানান এসআই সোহরাওয়ার্দী।
(দ্য রিপোর্ট/কেএইচসি/এপি/এজেড/মার্চ ২১, ২০১৪)