দ্য রিপোর্ট প্রতিবেদক:পুঁজিবাজারে  সোমবার (৫ এপ্রিল) থেকে আগামী ১১ এপ্রিল পর্যন্ত প্রতি কার্যদিবসে সাড়ে ৪ ঘণ্টার পরিবর্তে ২ ঘণ্টা লেনদেন চলবে। সকাল ১০টায় লেনদেন শুরু হবে। চলবে বেলা ১২টা পর্যন্ত। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সরকার ঘোষিত লকডাউন সংক্রান্ত প্রজ্ঞাপনে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্র পরিচালনার কথা বলা হয়। এর আলোকে বাংলাদেশ ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করে। এই সূচি অনুসারে, আগামী ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত প্রতি কার্যদিবসে সকাল ১০ টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে। ব্যাংকের লেনদেনের সাথে সঙ্গতি রেখে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।

দ্য রিপোর্ট/এএস/৫ এপ্রিল ২০২১