ডিএসই চলবে নতুন রুটিনে
দ্য রিপোর্ট প্রতিবেদক:ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অফিস সময় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ডিএসই পরিচালনা পর্ষদ।নতুন সময় অনুযায়ী ৬ এপ্রিল, মঙ্গলবার থেকে ডিএসইর অফিস সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে বলে ডিএসই সূত্রে জানা গেছে।
এদিকে,সোমবার (৫ এপ্রিল) থেকে আগামী ১১ এপ্রিল পর্যন্ত প্রতি কার্যদিবসে সাড়ে ৪ ঘণ্টার পরিবর্তে ২ ঘণ্টা শেয়ারবাজারে লেনদেন চলবে বলে সিদ্ধান্ত হয়। লেনদেন সকাল ১০টায় লেনদেন শুরু হয়ে চলবে বেলা ১২টা পর্যন্ত।
উল্লেখ্য,বাংলাদেশ ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করায় ব্যাংকের লেনদেনের সাথে সঙ্গতি রেখে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।
দ্য রিপোর্ট/এএস/৫ এপ্রিল ২০২১