ভারত পৌঁছে দোয়া চাইলেন মোস্তাফিজ
দ্য রিপোর্ট ডেস্ক: আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে ভারতের পৌঁছেছেন টাইগার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ভারতে পৌঁছেই আইপিএলে ভালো করতে সবার কাছে দোয়া চাইলেন ফিজ।
সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে মোস্তাফিজ লেখেন, ‘নিরাপদে ভারতে পৌঁছালাম। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল মিশন শুরু করতে যাচ্ছি। সবার কাছে দোয়া চাই।’
এর আগে নিউজিল্যান্ড সফর শেষে গত ৪ এপ্রিল দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে আইপিএল খেলার জন্য একদিন পরই দেশ ছাড়লেন মোস্তাফিজ।
মুম্বাইয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে ১২ এপ্রিল নিজেদের প্রথম ম্যাচ খেলবে রাজস্থান। মোস্তাফিজ ছাড়াও বাংলাদেশ থেকে খেলছেন সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব।
এবারে ১ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নেয় রাজস্থান। ১ কোটি রুপির ভিত্তি মূল্যের তালিকাতেই ছিলেন ফিজ। এর আগে আইপিএলে দুটি দলে খেলেছেন মুস্তাফিজ। ২০১৬ সালে প্রথম হায়দরাবাদ এবং ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলার সুযোগ পান তিনি।
২০১৬ আইপিএলে নিজের অভিষেক মৌসুমেই ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। ওই আসরে শিরোপাও জিতেছিল হায়দরাবাদ। দলকে শিরোপা এনে দিতে অবদান রাখায় সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছিলেন মোস্তাফিজ।
(দ্য রিপোর্ট/আরজেড/০৬ এপ্রিল, ২০২১)