বন্ড ইস্যুর সিদ্ধান্ত লংকাবাংলা ফাইন্যান্সের
দ্য রিপোর্ট প্রতিবেদক:কোম্পানির মূলধন বাড়াতে থার্ড নন-কনভার্টেবল জিরো কূপন বন্ড ছেড়ে ৩০০ কোটি টাকা উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। ডিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
চূড়ান্ত অনুমোদনের জন্য প্রথমে বাংলাদেশ ব্যাংক পরে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করবে কোম্পানিটি।
জানা যায়, লঙ্কাবাংলা ফাইন্যান্স সর্বশেষ ২০১৯ সালে শেয়ারহোল্ডারদের ৭ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছে।
দ্য রিপোর্ট/এএস/৭ এপ্রিল ২০২১