বিশ্বে করোনায় মৃত্যু ২৯ লাখ ছাড়াল
দ্য রিপোর্ট ডেস্ক: বিশ্বে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। এরই মধ্যে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৯ লাখ এবং আক্রান্ত হয়েছে ১৩ কোটি ৩৬ লাখের বেশি মানুষ।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৩৬ লাখ ৮০ হাজার ৫৬৬ জন। আর করোনায় মৃত্যু হয়েছে ২৯ লাখ ৯০৯ জনের। ১০ কোটি ৭৮ লাখ ১০ হাজার ৮৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ১৬ লাখ ৩৭ হাজার ২৪৩ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৭২ হাজার ৮৪৯ জনের।
(দ্য রিপোর্ট/আরজেড/০৭ এপ্রিল, ২০২১)