এল ক্লাসিকো : রাতে রিয়াল-বার্সার মহারণ
দ্য রিপোর্ট ডেস্ক: ক্লাব ফুটবলের সব চেয়ে বড় ম্যাচ এল ক্লাসিকোর লড়াই আজ রাতে। রিয়ালের মাঠে খেলতে আসবে বার্সেলোনা। টেবিলে দুই দলের চেয়েই এগিয়ে আটলেটিকো। ম্যাচটা তাই রিয়াল-বার্সার জন্য বাড়তি গুরুত্বপূর্ণ। মহারণ শুরু রাত ১টায়।
ফুটবল না, এটা যুদ্ধ। হ্যা, তাই তো। ইতিহাস সাক্ষী, টক্করটা যখন এল ক্লাসিকোর তখন উত্তেজনার পারদ ওঠে তুঙ্গে, ধ্রুপদী ফুটবলের সাথে স্নায়ুর লড়াই মিলিয়ে রিয়াল-বার্সা ম্যাচ মানেই ভিন্ন কিছুর অবতারণা। পুরো বিশ্বের থমকে গিয়ে সেই লড়াইয়ে আটকে থাকা। পয়েন্ট টেবিলে দুই দলের চেয়েই এগিয়ে আটলেটিকো। তাই পা হড়কালেই বিপদ।
খেলাটা রিয়ালের ঘরের মাঠে। চলতি ফর্মটাও তাদের ভালোই যাচ্ছে। লা লিগায় শেষ ১০ খেলায় ৭ জয়ের সাথে ৩ ড্র। নেই কোনো হার। মিড উইকেই চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলকে ৩-১ এ হারিয়ে আত্মবিশ্বাসী লস ব্লাঙ্কোস। এ ছাড়া লিগে প্রথম ম্যাচে ন্যু ক্যাম্পে গিয়ে বার্সাকে রিয়াল হারিয়েছিলো ওই ৩-১ গোলেই। এসব যদি হয় খুশির খবর তাহলে দুঃসংবাদ দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ইনজুরি। রামোস-কারভাহাল ইনজুরিতে। ভারান করোনা আক্রান্ত হয়ে আছেন আইসোলেশনে।
এদিকে অ্যাওয়ে ম্যাচ হলেও ছেড়ে কথা বলবে না বার্সেলোনাও। চলতি বছর লা লিগায় কোনো ম্যাচ হারেনি কাতালানরা। জিতেছে শেষ ৬ খেলার সবকটায়। টেবিলে তিনে থাকা রিয়ালের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে দুইয়ে বার্সা। জিতলেই আটলেটিকোকে টপকে উঠে যাবে শীর্ষে। তবে রিয়ালের মতো তাদেরও আছে ইনজুরি সমস্যা। ট্রেইনিংয়ে ফিরলেও শুরুতে খেলার সম্ভাবনা কম পিকের। এ ছাড়া কুটিনহো, আনসু ফাতি অনেক দিন ধরেই খেলার বাইরে।
(দ্য রিপোর্ট/আরজেড/১০ এপ্রিল, ২০২১)