দ্য রিপোর্ট প্রতিবেদক: রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হকের দাফন সম্পন্ন হয়েছে। কেরানীগঞ্জে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে রোববার সকাল ১১টায় মিতা হকের মরদেহ ছায়ানট প্রাঙ্গণে নেওয়া হয়।

ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে মারা যান মিতা হক। করোনাভাইরাসের সংক্রমণজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।

মিতা হকের মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

(দ্য রিপোর্ট/আরজেড/১১ এপ্রিল, ২০২১)