ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত: লেনদেন সাড়ে ৯টা থেকে দেড়টা
দ্য রিপোর্ট প্রতিবেদক: নানা অনিশ্চয়তার দোলাচলের পর অবশেষে নতুন লকডাউনেও ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে আগামীকাল থেকে ব্যাংক চালু থাকবে। আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুসারে, আগামীকাল ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত লকডাউন চলাকালীন সময়ে প্রতি কর্মদিবসে সকাল ৯ টা ৩০ মিনিট থেকে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন চলবে সব তফসিলি ব্যাংকে। আর লেনদেন পরবর্তী আনুষাঙ্গিক কাজের জন্য ব্যাংক বিকাল ৩টা পর্যন্ত খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংক সূত্রেএই তথ্য জানা গেছে।
করোনাভাইরাসের প্রকোপ মোকাবেলায় সরকার ৭ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে, যা ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত চলবে। এ সংক্রান্ত প্রজ্ঞাপনে লকডাউনে অন্যান্য প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার কথাও বলা হয়। এর প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক লকডাউনকালীন সময়ের জন্য ব্যাংক বন্ধ ঘোষণা করে। কিন্তু আজ মন্ত্রী পরিষদ বিভাগ বিশেষ প্রয়োজনে ব্যাংক সেবা প্রদানের অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দেওয়ার পর আগের সিদ্ধান্ত বাতিল করে লকডাউনে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।
(দ্য রিপোর্ট/আরজেড/১৩ এপ্রিল, ২০২১)