দ্য রিপোর্ট প্রতিবেদক: আজ পহেলা বৈশাখ। স্বাগত ১৪২৮।  আজ ভোরের প্রথম আলো রাঙিয়ে দেবে নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে। স্বাভাবিক ভাবেই সে স্বপ্ন, করোনা মুক্ত নতুন বিশ্ব, নতুন বাংলাদেশ।

আজ পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে রঙিন হবার কথা। রাজধানীজুড়ে থাকার কথা মঙ্গল শোভাযাত্রা নিয়ে বর্ষবরণের নানা আয়োজন। কিন্তু বাংলাদেশসহ বিশ্বে এখন চলছে করোনাকাল। এখন চলছে অনিশ্চিত সময়।

করোনাভাইরাস ঠেকাতে দেশব্যাপী চলছে কঠোর লকডাউন। পহেলা বৈশাখের সমাগম এই কারণে আর হচ্ছে না। এবারও তাই কোনও আনুষ্ঠানিকতা ছাড়াই নতুন বর্ষকে বরণ করে নেওয়া হবে। ঐতিহ্যবাহী রমণার বটমূলে হচ্ছেনা ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান।

বাংলা নববর্ষের অনুষ্ঠান কোনো ধর্ম বা বর্ণের বিশেষ অনুষ্ঠান নয়। আবহমান কাল ধরে এটি বাঙালি সর্বজনীন জাতীয় উৎসব হিসেবে পালিত হচ্ছে। বাঙালির চির কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুল ভ্রান্তি ও ব্যর্থতার গ্লানি ভুলে গিয়ে বাঙালি নতুন বছরের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় পালন করে থাকে নববর্ষ। আর এবারের নববর্ষের চাওয়া হবে করোনা মুক্ত নতুন বিশ্ব, নতুন বাংলাদেশ।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪ এপ্রিল, ২০২১)