প্রবাসীদের টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স
দ্য রিপোর্ট প্রতিবেদক: অপেক্ষারত সৌদি প্রবাসী যাত্রীদের ফ্লাইটের টিকিট দেওয়া শুরু করেছে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। ১৪ এপ্রিল না যাওয়া যাত্রীদের আজ টিকিট দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে যাত্রীদের টিকিট দেওয়া হবে বলে জানিয়েছে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
আজ রবিবার (১৮ এপিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ভেতরে সৌদি এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ে সকাল ১০টা থেকে সৌদি প্রবাসীদের টিকিট দেওয়ার কার্যক্রম শুরু হয়।
যারা টিকেট পেয়েছেন তাদের অধিকাংশই সোমবার (১৯ এপিল) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের ফ্লাইটের যাত্রী বলে জানা গেছে।
লকডাউনের মধ্যে রবিবার ভোর থেকে সৌদি এয়ারলাইন্সের যাত্রীরা টিকিট পেতে প্যান প্যাসিফিক সোনাগাঁও হোটেলের সামনের সড়কে ভিড় করেন। তবে টিকিট দেওয়ার কার্যক্রম শুরু করার পর তাদের সৌদি এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ে প্রবেশ করতে দেওয়া হয়।
সৌদি এয়ারলাইন্সের প্রধান শাখার ম্যানেজার জাহিদুল আমিন বলেন, ‘সকাল থেকেই টিকিট দেওয়া শুরু করেছি। আজ ১৪ এপ্রিলের টিকিট দেওয়া হচ্ছে। যেসব যাত্রী আজ টিকিট পাচ্ছেন তারা ১৯ এপ্রিল যেতে পারবেন।’
(দ্য রিপোর্ট/আরজেড/১৮ এপ্রিল, ২০২১)