মুম্বাইয়ে ভবনে আগুন লেগে নিহত ৪
দিরিপোর্ট২৪ ডেস্ক : ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে একটি আটতলা ভবনে আগুন লেগে কমপক্ষে চারজন নিহত ও আটজন আহত হয়েছেন।
ভিখরোলি এলাকার ওই ভবনটিতে রবিবার রাত ৩টার দিকে আগুন লাগে। সোমবার ভোর সাড়ে ৭টার দিকে আগুন নিভিয়ে ফেলা হয়।
বিদ্যুতের মিটারের বাক্স থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হয়। পরে আগুন বৈদ্যুতিক তারের মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভবনটির সব বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। আহতদের কয়েকজনকে রাজাওয়াদি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র: এনডিটিভি।
(দিরিপোর্ট২৪/কেএন/জেএম/নভেম্বর ১১, ২০১৩)