শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা, নতুন মুখ শরিফুল
দ্য রিপোর্ট প্রতিবেদক: আগামীকাল বুধবার (২১ এপ্রিল) ক্যান্ডির পাল্লেকেলেতে বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি হবে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে। এই ম্যাচকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ দল। টেস্ট দলে প্রথমবারের মতো ডাকা হয়েছে পেসার শরিফুল ইসলামকে।
এই সফরের জন্য ২১ সদস্যের দল যায় শ্রীলঙ্কা। নিজেদের মধ্যে দুই দলে ভাগ করে একটি অনুশীলন ম্যাচ খেলার পর আজ মঙ্গলবার চূড়ান্ত দল ঘোষণা হয়েছে।
২১ সদস্যের দল থেকে ১৫ সদস্যের দল করায় বাদ পড়েছেন শহিদুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, নাঈম ইসলাম,খালেদ আহমেদ ও নুরুল হাসান সোহান।
১৫ সদস্যের বাংলাদেশ দল : মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোঃ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল খান, সাদমান ইসলাম, আবু জায়েদ চৌধুরী রহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহিদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী, শরিফুল ইসলাম।
বুধবার সকাল সাড়ে ১০টায় ক্যান্ডির পাল্লেকেলেতে শুরু হবে ম্যাচটি।
(দ্য রিপোর্ট/আরজেড/২০ এপ্রিল, ২০২১)