অ্যাক্টিভ ফাইন দর বৃদ্ধির শীর্ষে
দ্য রিপোর্ট প্রতিবেদক: আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে রয়েছে অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আজ শেয়ারটির দর বেড়েছে ৯.৯৩ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ১৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৯৬৯ বারে ১৯ লাখ ৫৩ হাজার ৬৮২টি শেয়ার লেনদেন করে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ১০ পয়সা বা ৯.৮৬ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৫৬ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
তৃতীয় স্থানে রয়েছে অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ৪ টাকা ৫০ পয়সা বা ৯.৮৫ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫০ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইন্দো-বাংলা ফার্মা, প্রগতি ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, বিডি থাই, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, জিকিউ বলপেন ও ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।
দ্য রিপোর্ট/এএস/২১ এপ্রিল ২০২১