দ্য রিপোর্ট ডেস্ক: দেশে করোনার তাণ্ডবে সবকিছুই সীমিত পরিসরে চলছে। আর এই লকডাউনেও সীমিতি পরিসরে বিয়ের আয়োজন করলেন নাটকের পরিচিত দুই মুখ শামীম হাসান সরকার ও সারিকা সাবাহ। শামীম হাসান সরকার তার ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এই সীমিত পরিসরে বিয়ের কথা জানিয়েছেন।

এরপরই খোঁজ নেওয়া হলো তাদের বিয়ে নিয়ে। জানা গেলো, সম্প্রতি `সীমিত পরিসরে বিয়ে` নামের একটি নাটকে অভিনয় করেছেন তারা। লকডাউন পরিস্থিতিতে বিয়ের গল্প সেই সঙ্গে নাটকীয় কিছু ঘটনা নিয়ে নাটকটি নির্মিত। পরিচালনা করেছেন মনসুর আলম নির্ঝর।

শামীম হাসান সরকার বলেন, `নাটকটির গল্প সমসমায়িক। দর্শকরা দেখে আনন্দ পাবেন। পুরো পৃথিবীই এখন করোনায় উলট-পালট। এই সময়ে সবকিছুই সীমিত পরিসরে করতে হচ্ছে। বিয়েটাও। এমন গল্পেই নাটকটি।`

এর আগেও শামীম-সারিকা জুটি হয়ে বেশ কিছু নাটক উপহার দিয়েছেন। তাদের অন্যতম জনপ্রিয় নাটক হচ্ছে `ফ্যামিলি ক্রাইসিস` ধারাবাহিক নাটক। নাটকটিতে তাদের জুটি দারুন সাড়া ফেলে। নাটকটি ঈদে অনলাইনে মাধ্যমে প্রচার হবে বলে জানিছেন নির্মাতা।

(দ্য রিপোর্ট/আরজেড/২১ এপ্রিল, ২০২১)