দ্য রিপোর্ট প্রতিবেদক: ভারত থেকে আমদানি করা ৭ হাজার মেট্রিক টন চাল দেশে এসে পৌঁছেছে। বুধবার (২১ এপ্রিল) সকালে, চুয়াডাঙ্গার দর্শনা রেলবন্দর দিয়ে এসব চালের চালান দেশে পৌঁছায়। দুপুরেই দর্শনা আন্তর্জাতিক রেল ইয়ার্ড থেকে আমদানী করা চাল পাবনার সান্তাহারের উদ্দেশ্যে ছেঁড়ে গেছে।

এর আগে, মঙ্গলবার (২০ এপ্রিল) ভারতীয় পশ্চিমবঙ্গের নদীয় জেলার গেদে সীমান্ত দিয়ে পৃথকভাবে ভারতীয় মালবাহী ট্রেনযোগে ৩টি র‌্যাকে ১২২টি ওয়াগন ভর্তি করে আমদানি করা ৭ হাজার ১৯০ মেট্রিক টন চালের ট্রেন রওনা হয়। সকালে দর্শনায় এসে পৌঁছালে দর্শনা রেলওয়ে, কাস্টমস, কোয়ারেন্টাইন শেষে মালামাল খালাস প্রক্রিয়া শেষ করে। এরপরই নেয়া হয় পাবনার সান্তাহারের উদ্দেশে।

সান্তাহারে স্টেশনে ওয়াগেন খালাস করা হবে। সরকারিভাবে পণ্য চাল খালাশ করার জন্য তত্ত্বাবধায়ক একটি কমিটি করা আছে। তারা চালের গুণগতমান যাচাই করে এবং খালাস করার কাজে নিয়েজিত থাকবেন বলে জানা গেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২১ এপ্রিল, ২০২১)