'রাশিয়ার টিকা বাংলাদেশে তৈরি হবে'
দ্য রিপোর্ট প্রতিবেদক: রাশিয়ার টিকা বাংলাদেশে তৈরি হবে। ফর্মুলা গোপন রাখার শর্তে সমঝোতা স্বাক্ষর হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী জানান, ছয় লাখ টিকা দেবে চীন। এছাড়া দক্ষিণ এশিয়ায় করোনার টিকা রাখার জন্য সংরক্ষণাগারের প্রস্তাব দিয়েছে চীন, বাংলাদেশ এতে সম্মত হয়েছে। তিনি আরও জানান, ভারত কখনোই বলেনি টিকা দিবে না তবে তাদের করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় এই মুহুর্তে দিতে পারছে না।
(দ্য রিপোর্ট/আরজেড/২২ এপ্রিল, ২০২১)