নীলনকশা বাস্তবায়নের পথে ক্ষমতাসীনরা : রিজভী
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : মন্ত্রিপরিষদের পদত্যাগের মাধ্যমে নীলনকশা বাস্তবায়নের পথে এগোচ্ছে ক্ষমতাসীনরা- এমনটাই মনে করছে বিএনপি। দলটির মতে, প্রধানমন্ত্রী পদত্যাগ করলে তা ইতিবাচক হতো।
নয়াপল্টনের দলীয় কার্যালয়ে সোমবার সকাল ১১টায় এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘মানুষ অপেক্ষা করছে প্রধানমন্ত্রীর পদত্যাগের জন্য। যদি প্রধানমন্ত্রী পদত্যাগ করতেন, তাহলে বিএনপি ইতিবাচক বলে মনে করত।’
তিনি আরও বলেন, ‘দেশের মানুষ আগে, তারপর সংবিধান বা নির্বাচন। আজ নির্বাচন কমিশন যদি সংবিধানের কথা বলে নির্বাচনের প্রস্তুতি নেয়, তাহলে ইসিও নীলনকশা বাস্তবায়নের অংশীদার’।
সরকার গোটা দেশে আগুন জ্বালিয়ে নির্বাচনের বাঁশি বাজাচ্ছে। এটা নিরোর বাঁশি বাজানোর মতো বলেই তিনি মন্তব্য করেন।
(দিরিপোর্ট২৪/এমএইচ/এফএস/এএস/নভেম্বর ১১, ২০১৩)