হেফাজতের তৎপরতা রুখতে র্যাবের সেল
দ্য রিপোর্ট প্রতিবেদক: হেফাজতের গুজব ছড়িয়ে তাণ্ডব বন্ধে বিশেষ সাইবার সেল গঠন করেছে র্যাব। নেতাদের অনলাইন তৎপরতায় রয়েছে বিশেষ নজরদারি। আর অভিযুক্তদের গ্রেপ্তার নিয়ে নতুন করে সহিংসতা যেন না হয়, সেজন্য নেয়া হয়েছে ৩ ম্তরের নিরাপত্তা পরিকল্পনা।
হেফাজতের সাম্প্রতিক তাণ্ডবে দেশের নানা জায়গা থেকে ফেইসবুক লাইভে গুজব ছড়িয়ে উসকানি দিয়েছেন নেতারা। সে কানণে কমাতে হয়েছিল ইন্টারনেটের গতি। সহিংসতা শুরুর আগে নানা মাহফিলে দেয়া হয়েছে রাষ্ট্রবিরোধী বক্তব্য। নানা সময়ে সরকারকে স্বস্তিতে থাকতে না দেয়ার হুমকি দেন মামুনুল হকও।
র্যাবের গণমাধ্যম শাখা পরিচালক খন্দকার আল মঈন জানান, রিসোর্টকাণ্ডে নিজেকে বাঁচাতে নানাভাবে হাদিসের ভুল ব্যখ্যা দেন মামুনুল। এসব কারণেই হেফাজত নেতাদের অনলাইন তৎপরতার ওপর বিশেষ নজরদারি করছে র্যাব। পাশাপাশি স্বাধীনতার সুর্বণজয়ন্তীতে সারা দেশে যে তাণ্ডব চালিয়েছে হেফাজত, এমন ঘটনা আর যেন ঘটতে না পারে_ সে বিষয়ে নেয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা।
২০১৩ ও সাম্প্রতিক ধ্বংসযজ্ঞে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের সবাই আছেন নজরদারিতে। আর নতুন করে যারা অনলাইনে বিদ্বেষ ছড়াচ্ছেন তালিকা করা হচ্ছে তাদেরও।
(দ্য রিপোর্ট/আরজেড/২৩ এপ্রিল, ২০২১)