দ্য রিপোর্ট ডেস্ক: ভারতে করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় নিজের সব রাজনৈতিক সভা বাতিল করার ঘোষণা দিলেন অভিনেতা ও তৃণমূলের সাংসদ দেব। শুক্রবার এক টুইট পোস্টে তিনি এই ঘোষণা দেন।

টুইটে দেব লিখেছেন, `রাজনৈতিক নেতা না হলে, মাস্ক না পরে বাড়ির বাইরে বের হবেন না। তার কারণ আপনারা জানেন।` তার বার্তা, এবার প্রকৃত অর্থে `আত্মনির্ভর` হওয়ার সময় এসেছে। পাশে বন্ধনীতে লেখা, `খোঁচা দিইনি। এটাই রূঢ় বাস্তব। নিজের জীবন নিজে বাঁচান।`

এর আগে, ১৬ এপ্রিল ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, `মাস্ক ছাড়া বাইরে বেরবেন না। যদি আপনি রাজনীতিবিদ হন, তা হলে অবশ্য আপনি এমনটা করতেই পারেন। একমাত্র এ দেশের নেতারাই ইচ্ছে মতো নিয়ম গড়তে আর ভাঙতে পারেন!`

সেই একই খোঁচা দিলেন আবারও। তবে শুধু তাই নয়, দেশ ও দশের জন্য যে তিনি সত্যিই চিন্তিত তার প্রমাণ পাওয়া গেল সেই পোস্টেই। আগামী দিনে যে যে রাজনৈতিক স‌ভা-সমিতি ছিল, সব বাতিল করে দিয়েছেন করোনা সংক্রমণ রুখতে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৪ এপ্রিল, ২০২১)