দ্য রিপোর্ট প্রতিবেদক: বৃহস্পতিবার (২৯ এপ্রিল) থেকে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

এর আগে এর আগে বুধবার (১৪ এপ্রিল) থেকে শুরু হয় এক সপ্তাহের জন্য কঠোর ‘লকডাউন’। এরপর গত বৃহস্পতিবার (২২ এপ্রিল) থেকে আরও এক সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়িয়ে মঙ্গলবার (২০ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৪ এপ্রিল, ২০২১)