দ্য রিপোর্ট ডেস্ক: ২০১৭ সালে পাকিস্তানের বিপক্ষে ১৯৬ রানে ফিরতে হয়েছিল দিমুথ করুণারত্নকে। মাত্র চার রানের জন্য ডাবল সেঞ্চুরি বঞ্চিত হতে হয়েছিল শ্রীলঙ্কান ওপেনারকে। বাংলাদেশের বিপক্ষে সুযোগ হাত ছাড়া করেনি। তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম ডাবল টন।

শনিবার (২৪ এপ্রিল) ইনিংসের ১৪১তম ওভারের শেষ বলে তাসকিন আহমদের বলে চার মেরে ডাবল সেঞ্চুরি তুলে নেন। ২৩৪ রান তুলতে বল খেলেছেন ৪১৯টি।

প্রতিবেদনটি প্রকাশ করা পর্যন্ত ৩ উইকেটে লঙ্কানদের সংগ্রহ ৫১২ রান।

স্বাগতিক অধিনায়কের সঙ্গে ক্রিজে আছেন ২৭৭ বলে ১৫৪ রান করা ধনঞ্জয়া ডি সিলভা।

প্রথম টেস্টের চতুর্থ দিনে এই পর্যন্ত কোনও সফলতাই পাননি বাংলাদেশের বোলাররা।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫৪১ রানে করে সফরকারী বাংলাদেশ।

(দ্য রিপোর্ট/আরজেড/২৪ এপ্রিল, ২০২১)