দিনটি শুধুই হতাশার
দ্য রিপোর্ট ডেস্ক: বাংলাদেশ থেকে মাত্র ২৯ রান দূরে থেকে চতুর্থ দিন শেষ করেছে শ্রীলঙ্কা। সকাল থেকে একটি উইকেটও তুলতে পারেনি বাংলাদেশি বোলাররা। ৫৪১ রানের জবাবে দিন শেষে ১৪৯ ওভারে ৩ উইকেটে লঙ্কানদের সংগ্রহ ৫১২ রান।
শনিবার (২৪ এপ্রিল) সকারে ৭৩ ওভারে ২২৯ রান নিয়ে মাঠে নামেন দিমুথ করুণারত্ন ও ধনঞ্জয়া ডি সিলভা।
দুই দফায় আলোর স্বল্পতায় খেলা বন্ধ হয়। চা বিরতির পর কিছুক্ষণ বন্ধ রেখে খেলা শুরু হয়। তবে বিকেলে আলো কম থাকায় খেলা বন্ধ হলে আর শুরু হয়নি। এতে ৭৬ ওভার খেলে দিনভর ২৮৩ রান তুলেছে স্বাগতিকরা।
ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে ৪১৯ বলে ২৩৪ রান করে ক্রিজে রয়েছেন অধিানয়ক করুণারত্ন। তার সঙ্গে রয়েছেন ২৭৮ বলে ১৫৪ রান করা ডি সিলভা।
ক্যান্ডির এই মাঠে ৫২৪ বলে চতুর্থ উইকেটে ৩২২ রানের জুটি গড়েছেন দুজনে মিলে।
তৃতীয় দিন ১২৫ বলে ৫৮ রান করেন ওপেনার লাহিরু থিরিমানে। তিন নম্বরে নেমে ৪৩ বলে ওসাদা ফার্নান্দো তুলেন ২০ রান। এছাড়া ৩২ বলে ২৫ রান করে মাঠ ছাড়েন অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুজ।
বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম একটি করে উইকেট তুলেন।
(দ্য রিপোর্ট/আরজেড/২৪ এপ্রিল, ২০২১)