দ্য রিপোর্ট প্রতিবেদক: ডিপজলের ইফতারের সুনাম এলাকার মানুষের মুখে মুখে ফেরে। কেননা প্রতি বছর প্রতিবেশী এবং এলাকার দুস্থদের জন্য মাসজুড়ে ইফতারের ব্যবস্থা করেন বাংলা সিনেমার এই খলনায়ক। তবে এবার করোনার জন্য এলাকায় ঘটা করে ইফতারের আয়োজন না হলেও বাড়িতে পরিবার নিয়ে ইফতার করছেন ডিপজল।

জানা গেছে ইফতারের এই আয়োজন বেশ জাঁকজমকপূর্ণ। বিকাল হতে না হতেই শুরু হয় এর প্রস্তুতি। পেঁয়াজু, বেগুনি, ছোলা, চপ এবং মাংসের তৈরি কাবাবসহ নানা মুখরোচক খাবারে ভরে ওঠে প্লেট। এর সঙ্গে থাকে বিভিন্ন আইটেমের শরবত, ফল এবং আলাদা জলখাবার।

ইফতারে পরিবারের সবার উপস্থিতি কামনা করেন ডিপজল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতিবছর এলাকার মানুষের জন্য ইফতারের আয়োজন করি। গত বছরও স্বল্প পরিসরে করেছিলাম। কিন্তু এবার করোনা পরিস্থিতি ভালো না৷ যে কারণে বাসায় সবাই মিলে যতটুকু করা যায় করছি। এলাকার পরিচিত অনেকেই আমার সঙ্গে নিয়মিত ইফতার করেন। আমার ভালো লাগে।’

মনোয়ার হোসেন ডিপজলের ধর্মের প্রতি অনুরাগ সবার জানা। প্রতিবছর বিশ্ব ইজতেমায় আগত ধর্মপ্রাণ মানুষদের বিনা খরচে বাড়ি পৌঁছে দেন তিনি।

অসংখ্য ব্যবসাসফল সিনেমায় খল চরিত্রে অভিনয় করে ডিপজল বাংলা চলচ্চিত্রে জনপ্রিয় মুখ।

(দ্য রিপোর্ট/আরজেড/২৫ এপ্রিল, ২০২১)