দ্য রিপোর্ট: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতন দেখা গেছে। তবে বেড়েছে লেনদেনের পরিমান । দিনশেষে অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমেছে।  চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। অর্থ্যাৎ এদিন শেয়ারবাজারে মিশ্র চিত্র দেখা গেছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

 

 

 

আগের কার্যদিবস রোববার ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছিল ১ হাজার ১৮৮ কোটি ৮৬টাকার শেয়ার ও ইউনিট। আজ লেনদেন হয়েছেএক হাজার ১৯৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এ হিসেবে আজ ডিএসইতে৬ কোটি ৮৯ লাখটাকার শেয়ার ও ইউনিট বেশি লেনদেন হয়েছে।

ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১২পয়েন্ট কমে অবস্থান করছে৫ হাজার ৪৮৫পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে১২৬২এবং ২১২৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া৩৫৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে১০২টির, কমেছে১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২ টির শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই৩৮পয়েন্ট কমে অবস্থান করছে১৫ হাজার ৮২৮ পয়েন্টে ।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া২৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৭৩ টির, দর কমেছে ১৩৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮ টির।লেনদেন হয়েছে৭১ কোটি ৯৭লাখ টাকার শেয়ার।

দ্য রিপোর্ট/এএস/২৬ এপ্রিল ২০২১