দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের উৎপাদিত করোনার টিকা কোভ্যাক্সিন ভ্যারিয়েন্ট বি.১.৬১৭ কে নিষ্ক্রিয় করতে সক্ষম বলে জানিয়েছেন হোয়াইট হাউজের প্রধান মেডিকেল উপদেষ্টা ড. অ্যান্থনি ফাউচি। মঙ্গলবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা প্রতিদিন এ সম্পর্কিত ডাটা পাচ্ছি। সাম্প্রতিক ডাটা থেকে দেখা যাচ্ছে ভারতে যারা কোভ্যাক্সিন টিকা নিয়েছেন, তারা সুস্থ হয়েছেন। এতে প্রমাণ হয় যে, এই টিকা এই ভ্যারিয়েন্টকে নিষ্ক্রিয় করতে সক্ষম। ভারতে আমরা যে ভ্যারিয়েন্টটি দেখতে পাচ্ছি তাতে এই টিকা খুবই ভালো কার্যকর বলে আমি মনে করি। ভারতে অত্যন্ত গুরুত্ব দিয়ে এই টিকাটি দেয়া উচিত।

কোভাক্সিন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর) এর সাথে অংশীদার হয়ে ভারত বায়োটেক এই টিকা উৎপাদন করছে। ৩রা জানুয়ারি থেকে এই টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেয়া হয়। পরে পরীক্ষায় দেখা গেছে মানব শরীরে তা শতকরা ৭৮ ভাগ কার্যকর।

এদিকে, দ্রুত সংক্রমণশীল নতুন ভারতীয় ভ্যারিয়েন্ট অন্তত ১৭টি দেশে মিলেছে । বি.১.৬১৭ ভ্যারিয়েন্টটি ভারতের বর্তমান পরিস্থিতির জন্য অনেকটাই দায়ি বলে মনে করা হয়। সংক্রমণশীল দেশের তালিকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সিঙ্গাপুরের মত দেশ রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৮ এপ্রিল, ২০২১)