পাল্লেকেলেতে বৃষ্টি ও বাজে আলোর বাঁধা, খেলা বন্ধ
দ্য রিপোর্ট ডেস্ক: পাল্লেকেলেতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টে বারবার বাঁধা দিয়েছে বৃষ্টি ও বাজে আলো। দ্বিতীয় টেস্টের প্রথম দিনে সেই বিপদ না দেখা দিলেও, সেটি চলে এসেছে দ্বিতীয় দিনে।
দ্বিতীয় দিনের তৃতীয় সেশনের খেলা শুরু হওয়ার দুই ওভার পরেই নামে বৃষ্টি। তাতে বন্ধ হয় খেলা।
বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে শ্রীলঙ্কা তুলেছে ৬ উইকেটে ৪৩৬। উইকেটে আছেন নিরোশান ডিকওয়েলা ও রমেশ মেন্ডিস।
দিনের খেলার এখনও বাকি আছে ৩১ ওভার।
প্রথম দিনে মাত্র এক উইকেট তুলে নিতে পেরেছিল বাংলাদেশ কিন্তু দ্বিতীয় দিনে উন্নতি করেছে তারা। প্রথম সেশনে তিনটির পর দ্বিতীয় সেশনে টাইগাররা তুলে নিয়েছে দুটি উইকেট।
বাংলাদেশের সেরা বোলার ছিলেন পেইসার তাসকিন আহমেদ। তিনটি উইকেট তুলে নিয়েছেন তিনি। সঙ্গে একটি করে উইকেট পেয়েছেন অভিষিক্ত শরিফুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।
চা বিরতির পর আরও একটি উইকেট পেয়েছিল বাংলাদেশ, তাইজুলের বলে ডিকওয়েলাকে কট বিহাইন্ড হিসেবে আউট দেন আম্পায়ার কুমার ধর্মসেনা। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান শ্রীলঙ্কার উইকেটকিপার।
এর আগে দিমুথ করুনারত্নে ও লাহিরু থিরিমান্নের সেঞ্চুরিতে টসে জেতার পর প্রথম দিনে দারুণ শুরু পায় শ্রীলঙ্কা।
(দ্য রিপোর্ট/আরজেড/৩০ এপ্রিল, ২০২১)